হাটহাজারীতে সওজের জায়গা দখলে নিয়ে ইঁদুর বিড়াল খেলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
মো. মহিউদ্দিন ।। চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে মো. রাশেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের উত্তরে বালু শাহ্’র গেইট এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সাথে লাগোয়া সড়ক ও জনপথ বিভাগের জায়গাটিতে স্থায়ী পাকা দালান নির্মাণ করছেন তিনি। জানা যায়, প্রায় বছর খানেক আগে তৎকালীন ইউএনও এবং সওজের কর্মকর্তারা উপস্থিত থেকে উক্ত জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেন। তবে উচ্ছেদকৃত জায়গায় নিয়মনীতির তোয়াক্কা না করে পুনরায় দালানকোঠা নির্মাণ করছেন তিনি। এবিষয়ে জানতে চাইলে মো. রাশেদ বলেন, এখানে আমাদের লিজ নেওয়া আছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) এসে কাজ দেখে গিয়েছেন। তারা জায়গার কাগজপত্র নিয়ে উপজেলায় যাওয়ার কথা বলেন। জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপ প্রকৌশলী আবু আহাসান মোহাম্মদ আজিজুল মোস্তফা মুঠোফোনে বলেন, খবর পেয়ে আমরা তাদের সাথে কথা বলি এবং ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। সওজের জায়গায় তারা কিভাবে দালানকোঠা নির্মাণ করছে তার সঠিক কাগজপত্র নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হলেও এখনো তারা আসতে পারেনি। আমাদের জানামতে জায়গাটি কোনরকম লিজ দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জায়গাটি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, পরিদর্শনে গিয়ে দেখি এক ব্যক্তি একটি স্থাপনা নির্মাণ করছে। তাৎক্ষণিক তাকে কাজ বন্ধ করে কাগজপত্র নিয়ে উপজেলায় আসতে বললেও তিনি এখনো পর্যন্ত উপস্থিত হননি। সওজের সাথে কথা বলে ত্রুটি পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।