গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, ৩ একর বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
কামাল হোসেন।। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা নিয়ন্ত্রিত ভাওয়াল রেঞ্জের অধীনে সম্প্রতি অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বিটের বাঘের বাজার শিরিরচালা হিজড়া পট্টি এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উল্লেখ্য, ৫ই আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এ সুযোগে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে ভূমিদস্যুরা। তারা বনের খাস জমি দখল করে বাড়িঘর নির্মাণের প্রতিযোগিতায় নেমে পড়ে। ভবানীপুর বিট অফিসের তথ্য অনুযায়ী, ভাওয়ালগড় ইউনিয়নের মাহনা ভবানীপুর মৌজায় ১১.৭২ একর বনভূমি দখল হয়ে গেছে, যেখানে কয়েক হাজার নতুন ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর নির্মাণকারীদের বেশিরভাগই উচ্চ শ্রেণির ব্যক্তি, যারা মূলত ভাড়া দেওয়া বা বিক্রির উদ্দেশ্যে বাড়িগুলো নির্মাণ করেছেন। শিরিরচালা এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাটসহ বিভিন্ন ছোট-বড় মোট ৩০টি স্থাপনা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এই অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগ যৌথভাবে অংশ নেয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জানান, ৫ই আগস্টের পর দখল হওয়া বনভূমিতে নির্মিত সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। ইতিপূর্বে এই রেঞ্জের আওতাধীন আরও দুটি অভিযান পরিচালিত হয়েছে, এবং ভবিষ্যতেও সকল বিট এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।