কেন্দুয়ায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ভাঙ্গচুর ও চেয়ার-টেবিলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠেছে । শনিবার (২৫ জানুয়ারী) দিবাগত গভীর রাতে গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি বাজারে ৮ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আওয়ামী দুর্বৃত্তরা ভাঙচুর ও চেয়ার-টেবিলে অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ করা হয় । রবিবার (২৬ জানুয়ারী) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁশাটি বিদ্যালয় সংলগ্ন ঐ কার্যালয়ের টিন কাটা ও বিদ্যালয়ের বাউন্ডারির ভেতর চেয়ার -টেবিল ভূষ্মীভূত হওয়ার চিহ্ন । স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন লোকজনের সাথে কথা হলে কখন, কিভাবে, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে কেউ স্পষ্ট বলতে পারেন নি । তবে অনেকেই বলেন, এই এলাকা আওয়ামী লীগের ঘাঁটি । ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসমাইল ফকির বলেন, আওয়ামী লীগ নেতা ও বর্তমান ওয়ার্ড মেম্বার হোসেন আহমেদের সাথে গত কিছুদিন আগে চায়ের স্টলে রাজনৈতিক বিষয়াদি নিয়ে বাকবিতন্ডায় তার এক অশ্লীল কথার কারণে তাকে চর দিয়েছিলাম । আমার ধারণা এই ভাঙচুর ও অগ্নিসংযোগে তার হাত রয়েছে । উক্ত ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সাথে কথা হলে, তিনিও এই ঘটনার সাথে আওয়ামী দুর্বৃত্তরা জড়িত বলে মনে করেন । ওয়ার্ড মেম্বার হোসেন আহমেদ অবশ্য এই অভিযোগের সত্যতা নেই বলে দাবি করে বলেন, এর সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই । কতজন কতো কিছু বলতে পারেন । আমি বরং সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি । ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, এই ঘটনা কে বা কারা করেছে জানি না । তবে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বললেই আপনারা জানতে পারবেন । থানায় লিখিত অভিযোগের ব্যাপারে তিনি বলেন, দলীয় সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো কী করা যায় । জানা যায়, বাঁশাটি ছোবেহ জাহানিয়া কাসিমুল উলূম মাদ্রাসার মার্কেটে অবস্থিত এই দলীয় কার্যালয় মূলত ৫ আগস্টের আগে আওয়ামী সমর্থিত চাকুরিজীবী মিলন কেন্দ্র ছিলো এবং ৫ আগস্টের পরে স্থানীয় বাসিন্দা ও চাকরিজীবি কামাল হোসেন সেবক ভাড়া নেয় এই রুমটি । এরপর গত ডিসেম্বরে তিনি ছেড়ে দিলে ওয়ার্ড বিএনপির সভাপতির কাছে চলতি মাসে ভাড়া দেয়া হয় । এরপর পরই ঘটে এই ভাঙচুর ও অগ্নিসংযোগ । এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান , ঘটনার স্থান পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে । তিনি আরো বলেন, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাই নি । SHARES সারা বাংলা বিষয়: