রোজ গার্ডেন প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুলের জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
নাজমুল হক । ।  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোজ গার্ডেন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। শিক্ষার্থীদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে এ উৎসবের আয়োজন করা হয়।স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা বাহারি রকমের পিঠা তৈরি ও প্রদর্শন করে। চিতই, ভাপা, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ছিল। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা একসঙ্গে উৎসবে অংশ নিয়ে পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে জনাব মোহাম্মদ  জাহিদ হাসানের(চেয়ারম্যান, রোজ গার্ডেন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল) এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা উম্মে কুলসুম পুষ্প(সহকারী শিক্ষা অফিসার কালিয়াকৈর),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুল হক (প্রধান শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয় ও সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক  শিক্ষক সমিতি),মোঃ  হাজী মো: শফিজ উদ্দিন (পরিচালক, সামি মডার্ণ স্কুল ও যুগ্ম সম্পাদক কালিয়াকৈর পৌর  মাধ্যমিক শিক্ষক সমিতি),মোঃ আবু ইউসুফ (অধ্যক্ষ ও পরিচালক , আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ), মো: আরিফুল ইসলাম,(পরিচালক,খবির উদ্দিন পাবলিক স্কুল),মোহাম্মদ লোকমান হোসেন (প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্রাইট স্টার মডেল স্কুল),মোঃ শাহিন আলম (সিনিয়র শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয়) স্কুলের প্রধান শিক্ষক,রোমানা হাসান যিনি  শিক্ষার্থীদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, পিঠা উৎসব শিক্ষার্থীদের শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখার পাশাপাশি তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করে। এরকম আয়োজনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলেই আয়োজকদের কে ধন্যবাদ জানাই।