কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেজেএসের প্রকল্প ও দূর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করেন জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি গণ। ২৬ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১ টায় ৬নং কয়রা গড়িয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনু্ষ্ঠিত হয়। এর পর দিন ব্যাপী তারা জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। জাপানের প্রতিনিধি দল কয়রার প্রকল্প সংশ্লিষ্ট কয়রা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর তোমাকো উচিয়ামা, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, মুর্শিদা খাতুন, জেজেএস প্রস্তুুতি প্রকল্প শাপলা নীড়ের মোঃ আনিসুজ্জামান। প্রকল্প ম্যানেজার জনাব আব্দুল মালেক এটিও এস এম এ মজিদ। ক্লাব প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, মনিরুজ্জামান প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: