ভাঙ্গায় তিনশত পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

মোঃ রিপন শেখ।।
ফরিদপুরের ভাঙ্গায় তিনশত পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) রাতে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের একটি আমবাগান  ও কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
ভাংগা থানার উপ পরিদর্শক মোঃ মোঃ মিজানুর রহমান জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল গ্রামের একটি আমবাগান থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রাজু মৃধা (২৪) নামক এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তার বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে মৃত আব্দুল মালেক পুত্র ।
অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রাম থেকে রাসেল চোকদার (২৬ )নামক এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তার বাড়ি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের  পরারন গ্রামে কবির চোকদার পুত্র।
ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃত দুই  মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে  ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।  বুধবার দুপুরে তাদের ফরিদপুর  আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।