মিঠাপুকুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনঃ মেঝো ভাই হলেন মামলার বাদী।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
মো: সজল সরকার ।।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামের বালুপাড়ায় পারিবারিক দ্বন্দে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।নিহতের নাম আতিয়ার রহমান(৫৫), পিতার নাম মরহুম মতিয়ার রহমান। মিঠাপুকুর থানা পুলিশ অভিযুক্ত ছোট ভাই শরিফুল ইসলাম (৩৫)-কে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনায়  শফিকুল ইসলাম নামের নিহতের আরেক ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া বালুপাড়া গ্রামের মরহুম মতিয়ার রহমান এর বড় ছেলে আতিয়ার রহমান (৫৫) নিজ বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিছেন। এমতাবস্থায় পারিবারিক দ্বন্দের জেরে আপন ছোট ভাই শরিফুল ইসলাম কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলেই প্রান হারান। ঘটনাটি জানা জানি হলে এলাকার লোকজন খুনি শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।