নলতায় এস এস সি পরীক্ষা ২০২৫ গ্রহণের জন্য কক্ষ পরিদর্শকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

শ্যামল কুমার মন্ডল।।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নলতা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে আসন্ন এস এস সি পরীক্ষা ২০২৫ গ্রহণের জন্য কক্ষ পরিদর্শকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ এক অংশের আটটি স্কুলের কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ। ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন। সহকারী ট্রেনার হিসেবে ছিলেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফারুক হাসান। ট্রেনার গান আসন্ন পরীক্ষা যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে উপলক্ষে কক্ষ পরিদর্শক গনের সাথে মতবিনিময় করেন। পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে কক্ষ পরিদর্শকদের নিজে কেন্দ্রে আসার জন্য আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের ও এম আর শিটের হেড এবং লিখিত পরীক্ষার খাতার মূল পেজ নির্ভুল ভাবে পূরণ করার জন্য সহযোগিতা করতে বলেন। ট্রেনার গন বলেন অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হবে। প্রশাসনিক ভাবের নলতা মাধ্যমিক বিদ্যালয় কে মূল কেন্দ্র এবং মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে উপ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।