রংপুরের মিঠাপুকুরে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

মো: সজল সরকার।।

রংপুরের মিঠাপুকুরে শারীরিক প্রতিবন্ধী এক মেয়েকে জোরপূর্বক ধর্ষণের ঘটনার প্রধান আসামি মোঃ নজরুল ইসলাম (৫০) কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাব দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, ধর্ষণ, রাহাজানি ও অন্যান্য গুরুতর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আলোচিত এই ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ভাই মোঃ বিদ্যুৎ মিয়া বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ ও ভয়ভীতির মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় মিঠাপুকুর থানাধীন ফকিরপাড়া গ্রামে একটি আখক্ষেতে মোঃ নজরুল ইসলাম ওই শারীরিক প্রতিবন্ধী মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরবর্তীতে বিষয়টি র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুরের নজরে আসে। আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিশ্চিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে, গত ২৩ মার্চ ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২:১৫ ঘটিকার সময় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুরের যৌথ অভিযানে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।