ভাঙ্গায় কিশোরীর মৃতদেহ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫ মোঃ রিপন শেখ ভাঙ্গা।। ফরিদপুরের ভাঙ্গায় যুথি আক্তার (১৩) নামক এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। রবিবার(২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। যুথি ওই গ্রামের জামাল শেখের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার(২৩ মার্চ) রাতে যুথি খাবার খেয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।রাত দুইটার দিকে যুথির ছোট ভাই রায়হান তাকে শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখে চিৎকার করে।এ সময় বাবা মা সহ বাড়ির লোকজন এগিয়ে আসে।পরে সবাই মিলে তার ঝুলন্ত দেহটি আড়ার উপরে থেকে নামায়। পরে বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাকে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভাংগা থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: রিফাত উদ্দিন জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর থেকে যুথি আক্তার নামক এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পোস্টমর্টেমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সোমবার প্রেরণ করা হবে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মেয়েটির মৃত্যুর মূল কারণ বিষয় জানা যাবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: