বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় স্বচ্ছতা আনতে চালু হচ্ছে নাম-রোলবিহীন খাতা মূল্যায়ন পদ্ধতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ১, ২০২৫ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা, খাতা সঠিকভাবে মূল্যায়ন, স্বজনপ্রীতি রোধ এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চালু হতে যাচ্ছে নাম-রোলবিহীন খাতা মূল্যায়ন পদ্ধতি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক। তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ফাইনাল পরীক্ষায় পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বরবিহীন খাতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদ্ধতির ফলে পরীক্ষকরা বুঝতে পারবেন না কোন খাতা কোন শিক্ষার্থীর। এতে পরীক্ষায় নাম্বার কম বা বেশি দেওয়ার অভিযোগের অবসান ঘটবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, অনেক বিভাগেই কিছু শিক্ষক পছন্দের শিক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে থাকেন। আবার শিক্ষক-কেন্দ্রিক মতবিরোধ থাকলে নাম ও রোল নম্বর দেখে কম নম্বর দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে ভালো লিখেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এমন বৈষম্যের শিকার হয়ে এলেও কিছুই করার ছিল না। এখন নাম-রোলবিহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালু হলে প্রত্যেক শিক্ষার্থী ন্যায্য মূল্যায়নের আশা করতে পারে। SHARES সারা বাংলা বিষয়: