গুরুদাসপুরে নারী ও বৃদ্ধাকে মারধর: অভিযুক্ত প্রতিবেশী পরিবার, তদন্তে পুলিশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ এস এম পারভেজ তালুকদার।। নাটোরের গুরুদাসপুর উপজেলার শাহপুর কালি নগর এলাকায় ছোট বাচ্চাদের খেলাধুলা ও চুনের ট্রাক আনলোড ৪ জন মিলে করলেও টাকা এককভাবে বিবাদী অমিত নেয়। এটা নিয়েও বাদী- বিবাদী বিরোধ সৃষ্ট হয়। গৃহবধূ ও তার বৃদ্ধ শাশুড়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ললিতা রানী দাস জানান, ঘটনার সময় তার ছোট বাচ্চারা বাড়ির পাশে গাছতলায় খেলাধুলা করছিল। এসময় প্রতিবেশী মৃত সুশীল চূর্ণকারের ছেলে সঞ্জয় চূর্ণকার (৪৫) অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। ললিতা প্রতিবাদ করলে সঞ্জয় ও তার সহযোগীরা—সুজিতের ছেলে দেব কুমার (১৮), সুশীলের ছেলে রাজকুমার, কিট চন্দ্র দাসের ছেলে অমিত এবং অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে তাকে বেধড়ক মারধর করে। ললিতার শাশুড়ী রেখা দাস (৭৫) ও ললিতার এক শিশু ভাতিজা বাধা দিতে গেলে তারাও হামলার শিকার হন। ললিতা মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার মাথা ও হাতে গভীর আঘাত লাগায় স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক ডা. রাজিব হোসেন জানান, “ললিতার মাথা ও হাতে প্রায় ৩ ইঞ্চি করে কাটা রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।” ললিতার স্বামী বিপুল দাস গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বৃদ্ধা রেখা দাস প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাউল হক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: