লালমনিরহাট পাটগ্রামে বজ্রাঘাতে ব্যবসায়ীর মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ লুৎফর রহমান।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাটে আজ শুক্রবার সকাল ৮টার দিকে বজ্রঘাতে আব্দুল করিম ( ৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল করিম উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। উপজেলার বাউরা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন তিনি। বিএনপির বাউরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মশিউর রহমান মহসিন জানিয়েছেন,আব্দুল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) বাউরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, আজ শুক্রবার আব্দুল করিম তার পরিবারের সদস্য ও দিনমজুরদের নিয়ে তার ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলছিলেন। এসময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত আব্দুল করিমের বাল্যবন্ধু হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সেন বজ্রাঘাতে আব্দুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মৃতের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। SHARES সারা বাংলা বিষয়: