শেরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ২ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ মোঃ মুরাদ মিয়া।। শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে সুজন নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত সুজন (২৩) ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী বেপারীবাড়ী গ্রামের মৃত আক্তার আলীর ছেলে এবং পেশায় একজন শ্রমিক। স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী বেপারীবাড়ী গ্রামের মৃত আক্তার আলীর ছেলে সুজন আলী (২৩) নিজ বাড়ীর পাশেই তিনকাঠা জমি বর্গা নিয়ে ধানের চাষ করেন। শুক্রবার (১৬ মে) সকালে স্থানীয় শহিজল হক ও নূর মোহাম্মদ নামে অপর দুই শ্রমিককে নিয়ে ধান কাটতে যায় সুজন। দুপুর দেড়টার দিকে ধান কাটা শেষে আটি নিয়ে বাড়ী ফেরার সময় বাড়ীর কাছের সড়কে এলে বজ্রপাত হয় সুজনের উপর। এসময় মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা সুজনকে উদ্ধার করে বাড়ী নিয়ে আসার পর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এসময় সুজনের সাথে থাকা শহিজল হক ও নূর মোহাম্মদ নামে দুই শ্রমিকও সামান্য হন। SHARES সারা বাংলা বিষয়: