ধামইরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ ছাইদুল ইসলাম ।। নওগাঁর ধামইরহাটে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জুম মিটিংয়ের মাধ্যমে গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বুধবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ধামইরহাট ও আড়ানগর ইউনিয়নের ২৪ জন ইউপি সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক টিএমএ মমিন। উপজেলা প্রশাসন জানায়, ফৌজদারী ও দেওয়ানী মামলাগুলোর মধ্যে চুরি, ঝগড়া-বিবাদ বা মারামারি, সম্পত্তি দখল পুনরুদ্ধারসহ পাওনা টাকা আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ ইত্যাদি। গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলার নিষ্পত্তি করা হয়। এ সকল বিষয়ে আবেদনকারীকে ইউনিয়ন পরিষদ থেকে একটি ফর্ম নিয়ে তা পূরণ করে চেয়ারম্যান বরাবর দাখিল করার অনুরোধ জানানো হয়। এসময় উপজেলা রিসোর্স টিমের উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: