চাটখিলে সাংবাদিকের বসত ঘরের তালা ভেঙ্গে মালামাল লুট,দখলের চেষ্টা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ মোঃ হানিফ ।। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের রঘুনাথপুর জহির উদ্দিন মিছাব বাড়ির সাংবাদিক মিজানুর রহমানের বসত ঘরের তালা ভেঙে মালামাল লুট ও বসত ঘর সহ তার ভোগ দখলীয় জায়গা দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এই ব্যাপারে সাংবাদিক মিজানুর রহমান বাদী হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, প্রতিপক্ষরা তার ছোট ভাই থেকে কিছু সম্পত্তি ক্রয় করেছিল। এই সম্পত্তি ক্রয় করার পর থেকে তারা সাংবাদিক মিজানুর রহমানের ভোগ দখলীয় বসত ঘরসহ সম্পত্তি জবর দখলের চেষ্টা করে আসছে। এই ব্যাপারে সাংবাদিক মিজানুর রহমান গত (২০ এপ্রিল) সহকারী জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন, মামলা নং- ৪৮/২০২৫। আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ মাহমুদুর রহমান হাসেম (৩৫), আনোয়ার হোসেন (৪৮), মিনারা বেগম (৩৩), আব্দুর রহমান (৩৮) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন গত বুধবার দুপুরে সাংবাদিক মিজানুর রহমানের ঘরের তালা ভেঙে ঘরের মালামাল লুট করে ঘরে নতুন করে তালা লাগিয়ে যায়। খবর পেয়ে সাংবাদিক মিজানুর রহমান ঢাকা থেকে এসে গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার বিকেলে সাংবাদিক মিজানুর রহমান চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি ঢাকায় সাংবাদিকতা করেন। তার বাবা-মা, স্ত্রী সহ ঢাকায় বসবাস করেন। তাই দেশের বাড়িতে আসা-যাওয়া কম হয়। গত রমজানের ঈদে তার মা বাবা দেশের বাড়িতে আসলে প্রতিপক্ষের লোকেরা তখন তার মা-বাবা’র সাথে খারাপ আচরণ করে। এমনকি তার মাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বাহির করার চেষ্টা করে। সাংবাদিক মিজানুর রহমান অভিযোগ করে বলেন, তিনি থানায় অভিযোগ দায়ের করার পর গত শুক্রবার চাটখিল থানার এ এস আই রিপন কান্তি দাস ঘটনাস্থল পরিদর্শন করার পর মিজানুর রহমানকে থানায় অভিযোগ দায়ের করায় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এ এস আই রিপন কান্তি দাস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: