শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
মোঃ রবিউল ইসলাম রতন ।।
শেরপুরের শ্রীবরদীতে  বজ্রপাতে সুজন আহমেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন আহমেদ একই এলাকার মো. আক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন শ্রীবরদী উপজেলার ঝগরাচর বাজারে তার কাকার দোকানে কাজ করে। শুক্রবার দুপুরে সে সহ আরও দুজন কৃষিশ্রমিক নিয়ে ধান কাটতে যায় ধান ক্ষেতে। দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে দ্রুত ধানের আটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা তিনজন। পথে হঠাৎ বজ্রপাত হলে মাঝখান থেকে সুজন বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।