ভাঙ্গায় ২ টি স্থানে ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি বিক্রির মহাউৎসব দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফসলের কৃষি জমি নষ্ট করে পুকুর খনন ও ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি করছে একটি মহল। এ বিষয়ে জানতে চাইলেমাটি ব্যবসায়ীরা নানা ধরনের অজুহাত করে। বুধবার(১৪ মে) সকালে উপজেলার কাউলিেড়া ইউনিয়নের মোটরা গ্রামে এমন চিত্র দেখা যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাউলীবেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মোটরা গ্রামে এক সপ্তাহ যাবত জামাল মিয়া জমাদ্দার এর নেতৃত্বে তার কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। এতে করে ফসলে জমি যেমন নষ্ট হচ্ছে। অন্যদিকে এই মাটি রাস্তা দিয়ে ট্রাকে করে নেওয়ার সময় রাস্তায় মাটি পড়ে কর্দমাক্ত হচ্ছে। এতে রাস্তায় পড়ে থাকা এই মাটির জন্য মাঝেমধ্যেই ঘটছে দূর্ঘটনা৷ অপরদিকে আজিমনগর ইউনিয়নের থানমাত্রা গ্রামে একটি স্থানে পুকুরে ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি খনন করতেছে এবং বিভিন্ন স্থান টলি ও ট্রাকে করে নিয়ে বিক্রি করতেছে এতে এলাকার রাস্তাঘাট দুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ জানান,টলি ও ট্রাক মাটি নিয়ে গ্রামের মধ্য দিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করে। গাড়ি গুলোর এই বেপরোয়া গতিতে চালানোর জন্য যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। একদিকে ফসলের কৃষি জমি নষ্ট হচ্ছে অন্যদিকে রাস্তায় ক্ষতি করছে এই মাটিবাহী বেপরোয়া ট্রাকগুলো। এবিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, অতি দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: