মিরপুরে ছাত্র দল নেতার হাতে বিএনপি কর্মীর মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
আসাদুল ইসলাম।।
কুষ্টিয়া মিরপুর উপজেলার মিটন গ্রামের বিএনপি কর্মী জমির  উদ্দিন (৪৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে আমলা ইউনিয়ন ছাত্র দল নেতা অনিক ও তার সহযোগীরা।
সোমবার ৩০ শে জুন আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা যায় মৃত জমির উদ্দিন মিটন গ্রামের পিতা মৃত রহমান এর ছেলে।
পারিবারিক সুত্রে জানাযায় জমির উদ্দিনের বড় ভাই রাজশাহী হাসপিটালে চিকিৎসাধীন থাকায়, বড় ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য টাকার প্রয়োজনে, তার নিজের বন্দক কৃত জমির উপরে আরো কিছু টাকা নিতে যাচ্ছিলেন জমির উদ্দিন এ সময় পথের মধ্যে পূর্ব শত্রুতা জের ধরে পরিকল্পিতভাবে আমলা ইউনিয়ন ছাত্র দল সভাপতি অনিকের নেতৃত্বে  অতর্কিত হামলা চালাই। এসময় হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে জখম করে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।পরে স্থানীয়রা জমির উদ্দিনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আনুমানিক বিকেল ৪ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জমির উদ্দিনের স্ত্রী জানান, হামলার সময় জমির উদ্দিন অনেক অনুরোধ করেন অনিক কে আমার ভাই রাজশাহী হাসপাতালে চিকিৎসা ধীন আছেন। তোমরা আজকে আমাকে মেরো না, তোমাদের যদি আমাকে মারতেই হয় তাহলে পরে মারো, কিন্তু শত আকুতি করেও, বাঁচতে পারলেন না জমির উদ্দিন।
এ বিষয়ে মিরপুর থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান বিষয়টি আমরা জেনেছি এবং ঘটনাস্থলে উপস্থিত আছি এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।