সুন্দরগঞ্জে জুলাইয়ের আগেই মুছে ফেলা হলো জুলাই-আগষ্টের গ্রাফিতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ মোঃ নুরুন্নবী মিয়া ।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা সদরে অবস্থিত সুন্দরগঞ্জ আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাচীরে অঙ্কিত ৫ ই আগষ্টের গণ অভ্যূত্থানের স্মৃতি বিজরিত গ্রাফিতি মুছে ফেলা হয়।জুলাইয়ের আগেই জুলাই আগষ্টের অভ্যূত্থানের স্মৃতি মুছে ফেলাকে ছাত্র জনতা মেনে নিতে পারেনি।ঘটনা জানা জানি হলে মুহুর্তেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়ে পূনঃরায় গ্রাফিতি অঙ্কের দাবি জানান এবং সঠিক তদন্ত করে দোষীদের বিচার দাবী করেন। সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ দ্বারের কাজ চলমান। উক্ত নির্মাণ কাজের সাথে প্রাচীর পুনঃসংস্কার নিমিত্তে প্রাচীরে অঙ্কিত জুলাই আগষ্টের ছাত্র-জনতার গন অভ্যূত্থানের স্মৃতি বিজরিত গ্রাফিতি রং মিস্ত্রি দিয়ে ঘষে ঘষে তুলে ফেলে সাদা রং করা হয়।বিষয়টি সকলের দৃষ্টি গোচর হলে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মহুর্তে ভাইরাল হয়ে যায়।দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক( চলতি দ্বায়িত্ব) মোঃ ইলিয়াস আলী ছাত্র জনতার তোপের মুখে ভুল স্বীকার করে ২৪ ঘন্টার মধ্যে পূনরায় স্কুলের প্রাচীরে গ্রাফিতি অঙ্কের প্রতিশ্রুতি প্রদান করেন। এদিকে গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মোঃ লুৎফর রহমান বকসির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান- আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং এর তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের দ্বায়িত্বে অবহেলা থাকলে বিচার দাবী করি। জুলাই এর আগেই জুলাই আগষ্টের গণ অভ্যূত্থানের স্মৃতি মুছে ফেলা বিষয়টি ছাত্র জনতা মেনে নিতে পারছেনা। SHARES সারা বাংলা বিষয়: