সাবেক সংসদ সদস্য তুহিনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া ব্যক্তিকে আর্থিক সহায়তা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ মোঃ ফরিদুজ্জামান।। নীলফামারীর ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া লোকমান হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক সংসদ সদস্য তুহিন। শনিবার (১২ জুলাই) বিকাল ৬ টার সময় ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া লোকমান হোসেন’কে আর্থিক সহায়তা প্রদান করেন ডোমার-ডিমলা’র সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তাঁর পক্ষ থেকে ডিমলা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ওই শ্রমিক নেতার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নাউতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ জব্বার,উপজেলা তাঁতী দলের সভাপতি আঃ সাত্তার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আকিক,জাসাস নেতা পরি সহ আরও অনেকে। এসময় ডিমলা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান বলেন, লোকমান হোসেনের সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়, দীর্ঘদিন রংপুর মেডিকেলে চিকিৎসা শেষে বাসায় পড়ে থাকার বিষয়টি তুহিন ভাইকে ডিমলা উপজেলা বিএনপি অবগত করলে ওনি তাৎক্ষণিক লোকমান হোসেনের সার্বিক খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদানের জন্য ডিমলা উপজেলা বিএনপি’কে নির্দেশ প্রদান করেন। SHARES সারা বাংলা বিষয়: