ভাঙ্গায় ভূমি সেবা অনলাইনের সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা অনলাইন সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৬ জুলাই দুপুর ১টার দিকে উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া” মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। এ সময় প্রধান অতিথি নব নিয়োগ প্রাপ্ত উদ্যোক্তাকে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। মানিকদহ ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মানিকদহ বাজারে মারজিয়া কম্পিউটারে ন্যায্য মূল্যে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান জমির নকশা ইত্যাদি প্রাপ্তির জন্য অনলাইন আবেদন করা যাবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন। SHARES সারা বাংলা বিষয়: