বগুড়ার কাহালু থানা পুলিশ এর অভিযানে মাদক বিক্রেতা লিমনকে ইয়াবা সহ গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

মোঃ আবু সাঈদ।।  বগুড়ার কাহালু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনর্চাজ (ওসি) নিতাই চন্দ্র সরকার এর দিক নির্দেশনায় এবং এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুর ১২ টার সময় লিমন বাবু ওরফে লিমন (২০)কে নীজ বাড়ী থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক বিক্রেতা লিমন কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মন্ডলপাড়ার গ্রামের আনোয়ার হোসেন ওরফে লিটনের পুত্র । তার বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ আরও জানান, গ্রেফতারকৃত লিমনের বিরুদ্ধে ইতি পূর্বে কাহালু থানায় মাদক মামলা আছে , সে জামিনে বাহির হয়ে এসে আবার ও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।