শ্রীনগরে সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ শরিফুল খান প্লাবন।মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আল আমিন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার ৬ জুলাই বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সহ সভাপতি শেখ মোঃ রতন,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল,সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা,সিরাজদিখান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজাদ নাদভী, সাংবাদিক শহিদ শেখ পাখি, হাবিব হাসান, সাংবাদিক মোস্তাকিম আহমেদ আলিফ, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আসাদুজ্জামান নবিন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির লস্কর, কোষাধক্ষ্য ফরহাদ হোসেন জনি, কার্যকরী সদস্য মান্নান সিদ্দিকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ। এ সময় বক্তারা সন্ত্রাসী হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। SHARES সারা বাংলা বিষয়: