কেন্দুয়ায় মুক্তিযুদ্ধের শ্লোগানকে বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘তুমি কে, আমি কে, বাঙালী, বাঙালী ‘ মুক্তিযুদ্ধের এই শ্লোগানকে বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৫জুলাই) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদের মূল ফটকে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এবং প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি প্রতিবাদলিপি প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, প্রাক্তন কমান্ডার মোঃ গোলাম জিলানী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জুনায়েদ আহমেদ ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ । এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান মুঠোফোনে জানান , তুমি কে, আমি কে, বাঙালী, বাঙালী ‘ শ্লোগানকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিকৃতভাবে উপস্থাপন করে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার । যা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী । এটি কারোরই কাম্য নয় । SHARES বিশেষ সংবাদ বিষয়: