কালিয়াকৈরে একই পরিবারের ৫ জন নৌকা ডুবে ৩ জন উদ্ধার ও ২জন নিখোঁজ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

ইউনুস আলী।গাজীপুরের কালিয়াকৈরে বিকেলে নৌকা (কুশা) যোগে দাদা-দাদির সাথে তিন নাতনি সহ একই পরিবারের পাঁচজন বেড়াতে গিয়ে পানির শ্রোতে নৌকা উল্টে যায়। এতে তিনজন আহত অবস্থায় উদ্ধার হলেও দুজন নিখোঁজ রয়েছে।

সূত্রাপুর ইউনিয়নের ভাউমান – নয়নগর আঞ্চলিক রাস্তার মধ্যবর্তী স্থানে ভগাবাড়ি বিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভাউমান ভগাবাড়ি বিল এলাকায় সোমবার বিকেল সাড়ে পাঁচটায় পার্শ্ববর্তী এলাকার টালাবহ গ্রামের মোঃ ফরমান আলী (৭০) নিজের কুশা নৌকা দিয়ে স্ত্রী, নাতি নাতনি সহ ৫ জন বেড়াতে যায়।

ভাউমান – নয়নগর আঞ্চলিক রাস্তার মধ্যবর্তী স্থানে বক্স কালভার্টের নিচে পৌছিলে পানির স্রোতে কুশা নৌকা উল্টে যায়। বক্স কালভার্টে নিচে কুশা নৌকাটি আটকে গেলেও পাঁচজনই পানিতে ডুবে যায়। বিষয়টি পথচারীরা ঘটনাটি দেখে ফেলে এবং মোঃ ফরমান আলী (৭০),স্ত্রী স্বহরবানু(৬৫),নাতনি মরিয়ম (৭)আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু সাদিয়া আক্তার (২২), শিশুপুত্র আব্দুল্লাহ (৩) নিখোঁজ রয়েছে।

অনেক চেষ্টা করেও নিখোঁজ মা ও শিশু পুত্রকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়াকৈর থানার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রায়হান চৌধুরী সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন কররন। তিনি বলেন,যেহেতু রাত্রি হয়েছে। অপরদিকে কালিয়াকৈরে কোন ডুবুরি দল নেই। গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস থেকে আগামীকাল সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করবেন।