ডিমলায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪

আবু হোসেন।নীলফামারীর ডিমলায় শনিবার সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের আয়োজনে উপজেলা বিজয় চত্ত¡র হতে উপজেলার কয়েক
হাজার হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের অংশ গ্রহনে বাংলাদেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ীঘরে ভাংচুর, অগ্নিসংযোগ,লুটপাট ও হিন্দু মা-বোন ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে।

কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করে। এ সময় ডিমলাসহ সারাদেশে সংখ্যালঘুদের মন্দির ও বাড়ীঘরে ভাংচুড়, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন ভাইদের নির্যাতনের বিচার দাবি করেন।

সেইসাথে সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা নিশ্চিতসহ অবিলম্বে সকল প্রকার নির্যাতন বন্ধের দাবী জানান। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একাত্বতা ঘোষনা করেন।