অস্ট্রেলিয়ার ডাক্তাররা নিজেরাই সেলাই করছেন নিজেদের পিপিই দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০ জীবনের ঝুঁ’কি নিয়ে করোনা আ’ক্রান্তদের চিকিৎসা করছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা। দেশটিতে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) এর ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এবং নিজেদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে নিজেরাই পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট) সেলাই করছেন ডাক্তাররা। তাদের এই সেবার মানসিকতা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। জানা গেছে, সুরক্ষা স্যুটগুলো ধুয়ে বারবার ব্যবহার করছেন ডাক্তাররা। বাধ্য হয়ে নিজেদের থেকেই সেগুলো সেলাই করে ব্যবহার করছেন। রাজধানী ছাড়াও ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে সঙ্কট প্রকট। দেশের এই সংকট মুহূর্তে তাদের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: