ভাঙ্গায় চন্দ্রা যাত্রীবাহী বাস সাথে পিকআপে মুখোমুখি সংঘর্ষ চালক সহ ২জন গুরুতর আহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪ মোঃ রিপন শেখ।।ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে চন্দ্রা পরিবহনে এর সাথে পিকআপে মুখোমুখি সংঘর্ষ পিক-আপের চালক সহ দুই জন আহত হয়েছে।শনিবার(৩০ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় দিকে বরিশাল ঢাকা-ফরিদপুর মহাসড়কে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনা তলা ব্রিজের ঢালে স্থানে এ দুর্ঘটনা ঘটে।উল্লেখ্য, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী চন্দ্রা যাত্রীবাহী পরিবহন বাস যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব- ১২- ১৫৫৩ বিপরীত থেকে ছেড়ে আসা পিকআপ যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন -১২-৪৫৫৫ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হইলে পিক আপে চালক ও হেলপার সহ গুরুতর আহত হন।আহত হলো, ভাঙ্গা উপজেলা দরগা বাজার গ্রামে বাদশা বেপারী ছেলে রাজু বেপারী( ৩৫)।পার্শ্ববর্তী উপজেলা মোকসেদপুর ফতেপট্টি গ্রামে মৃত ওহাব শেখ ছেলে রাহাত শেখ (২৫)।নামক গুরুতর আহত হইলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবং পিকআপে চালক গুরুতর আহত হওয়া উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান,বরিশাল ঢাকা ভাঙ্গা মহাসড়কে চুমুরদী ইউনিয়নের বাবনা তলা ব্রিজের ঢালে নামক স্থানে চন্দ্রা পরিবহন যাত্রীবাহী বাস এর সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পিক-আপে চালক সহ দুই জন কে উদ্ধার করে ভাঙ্গার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের কে ভর্তি করা হয়েছে।এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চন্দ্রা পরিবহন ও পিকআপ গাড়ি হাইওয়ে থানায় আটক আছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: