টাঙ্গাইলে রডমিস্ত্রিকে গলাকেটে হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ মনোয়ার হোসেন ।। সখিপুর উপজেলা প্রতিনিধি :টাঙ্গাইলে রডমিস্ত্রি ফুল চাঁন মিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নবাসীর উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।সংবাদের গুরুত্বপূর্ণ লাইন :বক্তারা বলেন, এক জন রডমিস্ত্রিকে বিনাদোষে দুস্কৃতকারীরা গলাকেটে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে ফুলচানের খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির করছি। বিক্ষোভ ও মানববন্ধনে দাইন্যা ইউনিয়নের তিন শতাধিক সাধারণ লোকজন অংশ নেয়।মানববন্ধন বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত রড মিস্ত্রি ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ। গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রি ফুলচান মিয়াকে (২৪) দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়। SHARES সারা বাংলা বিষয়: