নাসির নগরের দাঁতমন্ডলে কুখ্যাত ডাকাত সরদার গ্রেপ্তার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম।।

গতকাল ১৪/০৩/২৫ ইং তারিখ মাননীয় পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব তপন সরকার মহোদয়ের তত্বাবধানে, অফিসার ইনচার্জ নাসিরনগর থানা জনাব খাইরুল আলম সাহেবের নেতৃত্বে এস.আই কামাল হোসেন,  এস.আই সুনীল চন্দ্র, এ.এস.আই সুজন কুমার সাহা সঙ্গীয় ফোর্স সহ দাঁতমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার ছেলু মিয়া (৪৫), পিতা- মৃত ছিফাত আলী, সাং- দাঁতমন্ডল, থানা- নাছিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে  ৪টি ডাকাতি মামলা, ১টি দস্যুতা মামলা, ৩টি চুরি মামলা রয়েছে।