জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার।।
জয়পুরহাটের পাঁচবিবি ধরঞ্জী ইউনিয়নের রতনপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী গণসংযোগ ও পথসভা। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে গতকাল বিকেল ৫ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভা ও গণসংযোগের শুরুতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ। এ সময় তাঁরা একটি ন্যায়ভিত্তিক, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সোনার বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
গণসংযোগ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।
পথসভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের প্রধান শক্তি। আমরা এমন একটি ন্যায়ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় করতে চাই,—যেখানে সমাজের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে ধনী-গরিবের বৈষম্য থাকবে না, নারী-পুরুষ সকলেই সমান সুযোগ পাবে, এবং কেউ না খেয়ে থাকবে না।
এছাড়াও সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।
তারা বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ের পথে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁরা নির্বাচনী মাঠে জনগণের সহায়তা কামনা করেন এবং একটি সুশাসন ভিত্তিক সরকার গঠনে ভোটারদের কে  এখন থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতা, কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।