জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যাচ্ছেন কেন্দুয়ার ইউএনও

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
কোহিনূর আলম।।
জাপানের জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যাচ্ছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলা মিডিয়া সেলে এক লিখিত বার্তায় উক্ত কনফারেন্সে বিশেষজ্ঞ হিসেবে  জাপানের আমন্ত্রণে ওসাকা যাচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি ।
ওসাকা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে তিনি তাঁর গবেষণা উপস্থাপন করবেন এবং জাপানের সম্পূর্ণ অর্থায়নে সফল এ গবেষককে আমন্ত্রণ জানানো হয়েছে মূলত বান্দরবান জেলার উপজাতি তরুণীদের পানির সংকটের সময় মাসিক চলাকালে তাদের পানির অভাব কিভাবে মাসিকজনিত পরিচ্ছন্নতায় ঘাড়তি দেখা দেয় এবং এ সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির উপর ইউএনও ও কারিতাস বাংলাদেশ কর্তৃক পরিচালিত গবেষণা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে । এর আগেও তিনি গবেষণা ক্যারিয়ার জীবনে অস্ট্রেলিয়া , সুইডেন , ফিনল্যান্ড, তুরস্ক , ইন্ডিয়াসহ নানা দেশের আমন্ত্রণে দেশের বাইরে গিয়েছেন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও  লেকচারার হিসেবে অংশ নিয়েছেন । উল্লেখ্য তিনি দেশের প্রখ্যাত নর্থ সাউথে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকও ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, আগামীকাল ফ্লাইট । সকলের দোয়া প্রার্থী । আমি ইনশাল্লাহ ২৬ তারিখ (মে) ফিরবো৷ এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকবে ইউএনও, মদন । তিনি আরো জানান, আপনাদের কাছে উপজেলার ভালো-মন্দ রেখে যাচ্ছি । সবার সদয় সহযোগিতা কামনা করছি । সবাইকে মিস করবো ।