বানারীপাড়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলা’র ৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
মো: সাইদুল ইসলাম ।।
বানারীপাড়ায় থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মো: মোস্তফা,সেকেন্ড এস আই অফিসার কমল চন্দ্র,এস আই কবির হোসেন ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে উপজেলার বিভিনন্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি, মাদক,চুরি ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলা’র ৪ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।১৩ মে বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইলুহারের ২ নং ওয়ার্ড থেকে মো: মিজানুর রহমানের ছেলে একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী তাওহীদুল ইসলাম রুবেল(৩৭) কে গ্রেফতার করা হয়। রুবেল একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও গাজীপুরের বাসন থানার ডাকাতির প্রস্ততি, ঢাকা’র উত্তরখান থানার মাদক,ভালুকা মডেল থানার চুরি মামলা সহ ৫ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী।একই(১৩ মে) দিন গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মাছরং দরবেশ গেট এলাকার নিজ বাড়ি থেকে হারুন অর রশীদের স্ত্রী জি আর মামলার আসামী সাজেদা পারভীন(৪২)কে ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার থেকে মৃত্য মাজেদ সরদারের ছেলে জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত ২ আসামী মো: রুহুল সরদার(৩৭)এবং  একই বাড়ির মৃত্য তাজেন সরদারের ছেলে আ: রব(৪৬) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা জানান,১৪ মে, বুধবার সকালে গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে  আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে।
ছবির ক্যাপশন : বানারীপাড়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলা’র ৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার