নোয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ০১ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫ মোঃরিয়াজুল সোহাগ ।। নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণ পুর ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ মোঃজাহিদুল ইসলাম (রুবেল)কে গ্রেফতার করেছেন। আসামি মোঃজাহিদুল ইসলাম (রুবেল)৩৮জেলার চাটখিল থানার রামনারায়ন পুর ইউনিয়নের ধর্ম পুর গ্রামের সাতের(সাত) বাড়ির মৃত হোসেন চৌধুরীর ছেলে, পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায় ২৪জুন মোঙ্গল বার ভোর ৬টায় যৌথ অভিযান পরিচালনা করিয়া আসামির বসত ঘর বিল্ডিংয়ের জানালার সানশেড এর উপর হইতে ০১(এক) টি দেশীয় লোহার তৈরি পিস্তল ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত লম্বা ১০ ইঞ্চি, এতে রাইফেলের গুলি ব্যবহৃত হয়, রাইফেলের গুলি সাত রাউন্ড, বার বোর কার্তুজ (রাবার বুলেট) সাত রাউন্ড প্রত্যেকটি সবুজ রংয়ের ও একটি লোহার তৈরি ১৫ ইঞ্চি পুরাতন চাপাতি দা,ধৃত আসামী নিজ হাতে বাহির করে দেয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে আসামির বিরুদ্ধে (আর্মস এ্যাক্ট)আইনে মামলা হয়েছে আদালতে প্রেরন করা হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: