আদালতের রায় ডিগ্রি ও আদেশ অমান্য করে লীজঘের দখলের চেষ্টা, মারপিঠ এবং খুন, ষড়যন্ত্র, মিথ্যা মামলার হুমকি, জানমালের নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ বি.সরকার।খুলনার পাইকগাছায় আদালতের রায় ডিগ্রি ও আদেশ অমান্য করে লীজঘের দখলের চেষ্টা, মারপিঠ এবং খুন জখমের হুমকি, ষড়যন্ত্র, মিথ্যা মামলার হুমকি সহ জানমালের নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন। ৩১মার্চ রবিবার সকাল ১০ঘটিকায় পাইকগাছা প্রেসক্লাবে উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্ধা গ্রামের মৃত গিরিশ সানার পুত্র জগবন্ধু সানা লিখিত বক্তব্যে বলেন, উপজেলার পশ্চিমকাইনমুখী মৌজার সাবেক খতিয়ান ৬, এসএ খতিয়ান ৪৩ ও ৪৫ এবং বিআরএস ২১ ও ২২ খতিয়ানে ১২.৫৭ একর জমির মধ্যে ৮.৫২ একর জমি তাদের। তিনি বলেন তার ঠাকুরমা শ্যামা দাসী এসএ খতিয়ানের মালিক ছিলেন, তিনি মারা গেলে তার বাবা ও কাকা ঐ জমির মালিক হন এবং তাদের মৃত্যুর পর ওয়ারেস সূত্রে এজমির মালিক হন তিনি এবং তার শরিকগন। উক্ত জমির মধ্যে কিছু জমি প্রতিপক্ষ কালিপদ মন্ডল ও ধীরেন্দ্রনাথ মন্ডল খরিদ করেন। দখল অনুযায়ী উভয় পক্ষের বর্তমান জরিপে রেকর্ড হয়। প্রতিপক্ষ কালী পদ মন্ডল ও ধীরেন্দ্র নাথ মন্ডল খরিদা জমির অধিক দাবি করে দেওয়ানী আদালতে ৪৫৫/৯৪নং সত্বপ্রচার বাবদ একটি মামলা করেন। যা দোতরফা শুনানিতে খারিজ হয়। অতঃপর খুলনা জেলা জজ আদালতে দেওয়ানী আপিল ২৩/৯৫ নং মামলা করেন, উক্ত মামলাটিও খারিজ হলে, প্রতিপক্ষরা মহামান্য হাইকোর্টে একটি সিভিল রিভিশণ মামলা করেন, যার নং ৬১৪/২০০০। উক্ত মামলাটি শুনানি অন্তে মনজুর হয়। উক্ত সিভিল রিভিশনের বিরুদ্ধে তিনি মহামান্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন। যার নং ৩৮৪২/২০২৩। উক্ত লিভ টু আপিল শুনানিতে প্রতিপক্ষের সিভিল রিভিশন মামলার আদেশ লিভ টু আপিল শুনানী নিষ্পত্তি কালতক স্থগিত আদেশ দেন ও বলবৎ আছে। তিনি বলেন ওই অবস্থায় প্রতিপক্ষরা তাদের দখলীয় জমি জবর দখলের হুমকি দেয়। তখন তিনি পাইকগাছা থানায় একটি দরখাস্ত করেন দরখাস্ত মোতাবেক থানা পুলিশ উভয় পক্ষের কাগজপত্র দৃষ্টান্তে বসাবসির উদ্যোগ নিলে প্রতিপক্ষরা তফশিল জমি জবর দখলের হুমকি দেয়। তখন তিনি প্রতিপক্ষদের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিধির ১৪৪ ধারামতে একটি মামলা করেন। যার নং এম আর ৮৯/২৪। উক্ত মামলায় আদালত ওসি পাইকগাছা-কে দখল ভিত্তিক স্থিতিবস্থা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আদেশ দেন। সর্বশেষ প্রতিপক্ষ পশ্চিম কাইনমুখী গ্রামের কালিপদ মন্ডলের পুত্র কৃষ্ণপদ মন্ডল, ধীরেন্দ্রনাথ মন্ডলের পুত্র পঞ্চরাম মন্ডল ও নিখিল মন্ডল, নিখিল মন্ডলের পুত্র চিন্ময় মন্ডল ও মিঠুন মন্ডল। পঞ্চরাম মন্ডলের পুত্র নিউটন মন্ডল ও মিহির মন্ডল, সন্তোষ মন্ডল এর পুত্র দীপঙ্কর কুমার মন্ডল, গফুর সরদারের পুত্র বাদশা সরদার, পঞ্চরাম মন্ডলের স্ত্রী রেখা রানী মন্ডল, কৃষ্ণপদ স্ত্রী শিখা রানী মন্ডল, নিখিল মন্ডলের স্ত্রী শান্তনা রাণী মণ্ডল, সন্ন্যাসী মন্ডলের পুত্র দিলীপ কুমার মন্ডল ও স্ত্রী প্রমিলা রানী মন্ডল সহ আরো অজ্ঞাত নামা ২০/২৫ জন। গত ইং ২৮মার্চ,২৪ বৃহস্পতিবার, রাত আনুঃ ৯ ঘটিকার সময় তাদের তফশীল লীজঘেরে বে-আইনি জনতায় দলবদ্ধ হয়ে অপরাধজনক অনধিকার প্রবেশ করে। অতঃপর নিজঘেরের বাসা ভাঙচুর করে আনুমান ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে এবং বিভিন্ন প্রজাতির মাছ ধরে ও চুরি করে যাহার মূল্য এক লক্ষ টাকা। লীজঘেরে থাকা কুমুদ রঞ্জন সানাকে মারপিট করে আহত করে ও গলা টিপে হত্যার চেষ্টা করে। হাক-চিৎকারে লোকজন হাজির হলে প্রতিপক্ষরা বোমা ফাটাইয়া আতঙ্ক সৃষ্টি করে স্থান ত্যাগ করে। ওই সময় প্রতিপক্ষরা খুন জখমের হুমকি দেয়। সেজন্য তিনি জানমালের চরম নিরাপত্তাহীনতায় আছেন। প্রতিপক্ষরা মামলাবাজ হওয়ায় তারা নিজেরা কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটাইয়া তাদের উপর দোষারুপ করিয়া ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়া হয়রানি সহ খুন-জখম করিবে মর্মে লোক পরস্পর বলাবলি করিতেছে। সাংবাদিক সম্মেলনে তিনি তাদের পরিবার তাদের প্রকৃত পাওনা জমিতে দখলে থাকিয়া শান্তিপূর্ণভাবে ধান্য ও মৎস্য চাষ করিতে পারে তার দাবি জানান। SHARES জেলা/উপজেলা বিষয়: