বানারীপাড়ায় আন্তর্জাতিক যুব দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক যুব দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১২ আগষ্ট,মঙ্গলবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে বানারীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন শাহিন। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মো: সাইদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: আব্দুর রহমান সন্যামত’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা,সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা,পৌর বিএনপির সি: সহ-সভাপতি মো: আব্দুস সালাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল,পৌর জামায়াত আমীর মো: কাওসার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংবাদিক ইলিয়াস শেখ,সাব্বির আহমেদ, যুব উন্নয়নের প্রশক্ষিক ও উদ্দ্যোক্তা মো: মিজানুর রহমান, উদ্দ্যোক্তা মোসা: তানহা ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মো: মনির হোসেন,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী,সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ফকির,সাংবাদিক মোঘল সুমন শাফকাত, সৈয়দ নুরুজ্জামান পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের উন্নয়ন,দক্ষতা বৃদ্ধি করে যুব সমাজকে জাতিয় উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। মো: সাইদুল ইসলাম ।। SHARES সমাবেশ বিষয়: