কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল ।। কয়রা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, এনজিও প্রতিনিধি আঃ মালেক, মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, অশোক কুমার দাস, কুদরত উল্যাহ ফারুক বিজু, নাসির উদ্দীন, শরিফুর রহমান, তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল, মিজানুর রহমান, আতাউর রহমান প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: