কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্প -২ এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপের উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১০ জুন) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার উক্ত কনফারেন্সে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গৃহহীন মানুষের দুঃখ লাঘবে স্থায়ী আবাসের ব্যবস্থা করে দিচ্ছেন তাঁর যুগান্তকারী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে । এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১১ জুন) ৫১টি জেলায় ১৮৮টি উপজেলায় খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহসহ আনুষ্ঠানিকভাবে ঘর উপহার দিচ্ছেন । কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে প্রথমে ৬৬টি ও পরে আরো ৪টি পরিবারের মাঝে এ সব ঘর হস্তান্তর করা হবে । এরপর যথারীতি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব শেষে সরকারের বিভিন্ন ভালো কাজে সাংবাদিক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী ও সাংবাদিকবৃন্দ । SHARES জেলা/উপজেলা বিষয়: