কেন্দুয়ায় এসএসসি ২০০২ ব্যাচ নেত্রকোণা ডিস্ট্রিক্ট এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৪

কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এসএসসি ২০০২ ব্যাচ নেত্রকোণা ডিস্ট্রিক্ট এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে এসএসসি ২০০২ ব্যাচ নেত্রকোণা ডিস্ট্রিক্ট এর আয়োজনে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান – আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া জয়নাথ করোরেশন ইনস্টিটিউট ও কেন্দুয়া পৌর শহরের সায়মা শাজাহান একাডেমি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয় । বৃক্ষগুলোর মধ্যে ছিলো কৃষ্ণচূড়া, নিম, মেহগনি ও ইউক্লিপটাস ।
এসএসসি ২০০২ ব্যাচ নেত্রকোণা ডিস্ট্রিক্ট গ্রুপের এডমিন পায়েল খান বলেন, এটি একটি ধারাবাহিক কার্যক্রম । ০২ ব্যাচের উদ্যেগে আমরা জেলার প্রতিটি উপজেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করবো ।
এ সময় উপস্থিত ছিলেন, এসএসসি ২০০২ ব্যাচ নেত্রকোণা ডিস্ট্রিক্ট গ্রুপের এডমিন পায়েল খান,
সুমিথ সরকার, ওহেদুজ্জামান , আশুজিয়া ইউনিয়নের কামরুল হাসান, মোঃ আলামিন, আনোয়ার পারভেজ, আমিনুর রহমান এবং কেন্দুয়া পৌর শহরের কোহিনূর আলম, রিপন চৌধুরী, সুমন পন্ডিত, সোহেল পারভেজ, মিজানুর রহমান শরীফ, নভেল, শ্যামল, মহিনূর, বিপুল, সরকার প্রমুখ ।