শেরপুরে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৪ মোঃ মুরাদ মিয়া। লতারিয়া পূর্বপাড়া যুব সমাজের আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত ১৮ জুন মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় লতারিয়া পূর্বপাড়াস্থ নিজস্ব মাঠে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আইসিটি অফিসার মোহাম্মদ খায়রুল বাশার রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে প্রথমেই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী দের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ৷ পরবর্তীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন লতারিয়া হিলফুল ফুযুল ইসলামিক সমাজ সেবা ছাত্র সংঘ সংগঠনটির পরিচালক শাহ মোঃ মোয়াজ্জেম হোসাইন লিটন ৷ এছাড়াও উপস্থিত ছিলেন লাল সবুজ স্পোর্টিং ক্লাবের সভাপতি রাসেল হাসান ,সাংগঠনিক সম্পাদক শামীম হাসান ,অগ্রযাত্রা স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক আলম ,মোহাম্মদ আলী,উসমান গনি , আবু সাঈদ মিন্টু ,ফেরদৌস ,আঃ রহিম ,শুকুর আলী, গোলাপ ,রাশেদ সহ প্রমুখ ৷ খেলায় অংশ গ্রহণ করেন অবিবাহিত ফুটবল একাদশ বনাম বিবাহিত ফুটবল একাদশ। খেলায় ৬- ০ গোলের ব্যবধানে বিবাহিত ফুটবল একাদশ কে হারিয়ে অবিবাহিত ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অবিবাহিত দলের সামসউদ্দিন। টুর্নামেন্ট রেফারি মোঃ রাসেল হাসান সহকারী ম্যাচ রেফারি লিজু এবং শাকিল ৷ লতারিয়া হিলফুল ফুযুল সংগঠনটির সভাপতি সাংবাদিক মুরাদ হাসানের সঞ্চালনায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। SHARES খেলাধুলা বিষয়: