আটঘরিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের দায়িত্ব গ্রহণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪ আব্দুল্লাহ আল মামুন।আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ তানভীর ইসলাম আজ বুধবার (২৬ জুন) আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ রতন ইসলাম, দেবোত্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈমেন হোসেন চঞ্চল, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহারুল ইসলাম,সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ তানভীর ইসলাম এঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের আগের মুহূর্ত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। দায়িত্বভার গ্রহণের পর তানভীর ইসলাম বলেন,সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের দরবারে।আটঘরিয়া উপজেলা পরিষদে ২য় বারের মত চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব গ্রহন করার মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানিক পথ চলা শুরু করলাম।আটঘরিয়ার সকল শ্রেণী,পেশার মানুষের ভালোবাসার প্রতিদান যেনো দিতে পারি আমার কর্মের মধ্যে দিয়ে সেজন্য আপনারা আমার জন্যে দোয়া করবেন। তানভির ইসলাম দায়িত্বভার গ্রহণের পর, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা রাজু ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহারুল ইসলাম। SHARES জেলা/উপজেলা বিষয়: