“SHIKHO” প্রথম আলো এর শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪ মোঃ জাহাঙ্গীর আলম ।সেরা শিক্ষক” সম্মাননা পেলেন জহুরাতুন নেছা, উপাধ্যক্ষ, ইকো পাঠশালা এন্ড কলেজ, ঠাকুরগাঁও। “SHIKHO”প্রথম আলো কৃতী সংবর্ধনা-২০২৪ ইং এ”সেরা শিক্ষক” ক্যাটাগরিতে ঠাকুরগাঁও জেলায় ১০ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেরা ১০ এর “শ্রেষ্ঠ শিক্ষক ” হয়েছেন ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধ্যক্ষ, জহুরাতুন নেছা। উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা শিক্ষকদের প্রথমে উত্তরীয় পরানো হয় ও পরে ক্রেস্ট প্রদান করা হয় SHARES জেলা/উপজেলা বিষয়: