পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

মোঃ মুরাদ মিয়া ।শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আতাহার আলীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব আজ ৩০ সেপ্টেম্বর ভোরে পৃথক অভিযান চালিয়ে আতহার আলী (৩২) ও রাকিব মিয়া (৩১)কে গ্রেপ্তার করে র‍্যাব।গেপ্তারকৃত ১২ বছরের সাজাপ্রাপ্ত আতহার আলী (৩২)শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের আব্দুর রহমানের ছেলে ও হাজতী রাকিব মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের দুদু মিয়ার ছেলে।

র‍্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ০৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন-পূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এসময় দুই আসামিও পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে র‍্যাব-১৪। এরই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর ভোরে শেরপুর সদরের বাজিত-খিলায় অভিযান চালিয়ে মাদক মামলার জেল পলাতক আসামী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর শ্রীবরদী উপজেলার চৈতাজানিতে পৃথক আরেক অভিযানে বারী নির্যাতন মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আতাহার আলীকে গ্রেপ্তার করে র‍্যাব।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত আতাহার আলীকে শ্রীবরদী থানায় এবং রাকিব মিয়াকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।