সুন্দরগঞ্জে ফরম ফিলাপের অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

মোঃ রাশেল মিয়া।। গাইবান্ধা সুন্দরগঞ্জের হামিদা খাতুন মাধ্যমিক এসএসসি ভোকেশনাল স্কুলের ৯ম শ্রেণীর এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের অতিরিক্ত ফি নেয়া ও শিক্ষার্থীদের ক্লাশরুম থেকে বের করে দেওয়া এবং শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে স্কুলের শতাধিক পরিক্ষার্থী। বুধবার (৩০ অক্টোবর ) বেলা ১১টায় স্কুলটির প্রধান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ সাহানা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমাদের স্কুলের ম্যাডাম অফিস সহকারীর মাধ্যমে বিভিন্ন নামে বেনামে রশিদ ছাড়াই বিভিন্ন ফি আদায় করে থাকেন। আমাদের নবম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ১৯০৫ টাকা বোর্ড নির্ধারিত ফি থাকলেও স্কুল থেকে আমাদের ৩৫০০শত টাকা ফি নির্ধারণ করে দেওয়া হয়। যা আমাদের অস্বচ্ছল পরিবারের পক্ষ থেকে এই ফি দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে মাধ্যমিক অফিসে অভিযোগ করলে তারা ২৫০০শত টাকা ফি নির্ধারণ করে দেয়। এদিকে শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযোগ করার কারনে প্রধান শিক্ষক অভিযোগকারী শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয়। শিক্ষার্থীরা আরো বলেন, কোনোক্রমেই বোর্ড ফি ছাড়া অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করা সম্ভব নয়। ফরম পূরণে অতিরিক্ত ফি না নিয়ে সরকার নির্ধারিত ফি নিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণের সুযাগ দেওয়া ও অতিরিক্ত ফি নেওয়ার কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ সাহানা আক্তারের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।