সিরাজগঞ্জ চৌহালী উপজেলা এনায়েতপুরে ইসলামী মহাসমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

হাফিজ মোহাম্মদ হক।। ইসলামের মানবিক আদর্শের মূল্যবোধে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ  জেলার বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এনায়েতপুর থানার জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়া আজগড়ার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই ধর্মীয় সমাবেশের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুলতাজিম গ্রুপের এমডি আলহাজ্ব আব্দুস সালাম ফকির। প্রথম দিনে মাদ্রাসার কৃতি ছাত্রদের মাঝে সম্মানীয় পাগরি পড়ানো হয়। এতে প্রধান বক্তা সাহেব উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান। এছাড়া দেশ বরেণ্য ইসলামী আলোচকরা বক্তব্য রাখেন। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেন। এই ইসলামী মহাসমাবেশ থেকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে আদর্শ মানুষ হিসেবে সবার কল্যাণে নিবেদিত হবার আহ্বান জানানো হয়।