পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্য উৎসবের সমাপ্তি ঘটল তারালী মাধ্যমিক বিদ্যালয়ে। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ শ্যামল কুমার মন্ডল ।। সাতক্ষীরা সাতক্ষীরা জেলায় কালীগঞ্জ উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী চলা তারুণ্য উৎসবের সমাপ্তি ঘটেছে আজ ২৬ জানুয়ারি ২০২৫ দুপুর ২ টায়। গত এক সপ্তাহ আগে তারুণ্য উৎসবের শুভ সূচনা করেছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান। প্রত্যেকদিন রাখা হয়েছিল শিক্ষার্থীদের নানারকম প্রতিযোগিতা। আর ২৬ জানুয়ারি ২০২৫ বিভিন্ন ১১টায় শুরু হয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, সরকারি প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার রায়, ক্রীড়া শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক হোসেন শাহরিয়ার, নাদিরা ইয়াসমিন, মারুফা খাতুন। ভিডিওগ্রাফারের দায়িত্ব পালন করেন প্রাণ গোপাল রায়, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ আরিফুজ্জামান। প্রধান শিক্ষক সমাপনী বক্তব্যে বলেন, উন্নত আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে তরুণদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।আগামী বছর আরো বড় পরিসরে তারুণ্য উৎসব পালনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন। SHARES সারা বাংলা বিষয়: