ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
মোঃ রিপন শেখ।। ফরিদপুরের ভাঙ্গায় সাগর পথে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে দুই যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় ৩টি বাড়ি ঘর ভাংচুর ও একটি মোটরসাইকেল ভাংচুর ঘটনা ঘটেছে এবং কয়েকটি মেহের গুনি চারাগাছ কেটে ফেলার এবিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এমন সংঘর্ষের ঘটনাটি ঘটে রবিবার(২ ফেব্রুয়ারী) সকালে ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ খারদিয়া(৮নং ওয়ার্ড) গ্রামে। আহতদের মধ্যে নয়মদ্দিন মল্লিক(৩৫), জাকির(১৯), আতিয়ার মুন্সী(৫০), আজিবর(৩৬), আসমা বেগম(৪০), নান্নু মিয়া(৫০), রবি ফরাজি(২৮), কামাল ফকির(৪০), রেজাউল খাঁন(৪০), রমজান খাঁন(২৫), ইমন খাঁন(২৩), শাহাদাত হাওলাদার(৫০) এদেরকে ভংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ইদ্রিস মোল্যা(৬০), ফজলুল হক মুন্সী(৫৫), শেখ জিহাদ আলি(৪৫), ফয়সাল শেখ(৩২) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার(২২) ও মজিবর হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার(২৩) লিবিয়া দিয়ে সাগরপথে ইতালি যাওয়ার পথে দালাল চক্রের হাতে নিহত হন। সেই ঘটনার সূত্র ধরে কুমারখালির পাশ্ববর্তী গ্রাম খারদিয়া দুই দলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে একটি গ্রপের নেতৃত্ব দেন চাঁন মিয়া মাতুব্বর এবং অন্য গ্রুপের নেতৃত্ব দেন নিরু খলিফা ৷ এঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।