বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন শশই গ্রামের পশ্চিমে তিতাস নদীতে ড্রেজার দ্বারা অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বন্ধ করার দাবীতে কৃষক ও জনসভা মানববন্ধন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

গ্রামবাসী জানান নামধারী কিছু চাঁদাবাজ নেতারা এসব কাজে লিপ্ত। তাদের দাবি বিজয়নগরের স্থানীয় কিছু নেতার নির্দেশে অবৈধ ভাবে মাটিও বালি উত্তোলন হচ্ছে,  যাতে সাধারণ মানুষের কৃষি জমি সমস্যা হবে বলে মনে করেন! ওনারাও বলেন নদী খনন করার প্রয়োজন হলে  সরকারি ভাবে খনন করা হবে যাতে সাধারণ মানুষ ক্ষতির মুখে না পড়ে৷ কিন্তু উপজেলার প্রভাবশালী ব্যক্তিদের জন্য  অবৈধ ভাবে প্রয়োজনের বেশি মাঠিও বালু উত্তোলন হচ্ছে যা পরিবেশ ও কৃষক সমস্যা মুখে পড়বে!  এবং তাদের দাবি  উক্ত কাজে  —  মুন্সি আসাদ রাসেল মিজান  চমক ভুইয়া  হেলাল  রাস্টু মিয়া  রফিকুল ইসলাম  সহ আরো বর্তমান প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা কর্মীরা জড়িত ও   স্বৈরাচারী সরকারের নেতা  সেলিম  (বারঘরিয়া।) ও এর সাথে জড়িত! গ্রামবাসীর দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হউক।