সারাদেশে সংগঠিত হওয়া ধর্ষণ,হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ মুনতাসির রেজা।। আজ মঙ্গলবার সরকারি কলেজের সামনে থেকে সকাল ১১ টাই সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়! ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে মানববন্ধনটি প্রতিবাদ র্যালি করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে দিকে রওনা করে! দেশের সচেতন নাগরিক ও শিক্ষার্থী সাধারণ জনগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি সহ অসংখ্য মানুষ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে ! এবং তাদের মুখে মুখে স্লোগান উঠে – ধর্ষকের চামড়া, তুলে ফেলব আমরা– ফাসি ফাসি ফাসি চাই, ধর্ষকের ফাসি চাই- আমার সোনার বাংলায়, ধষকের ঠাই নাই– সারা বাংলায় খবর দেয় ধর্ষককে খবর দে-! স্বাধীন দেশে আমার বোন কেনো নিরাপদ নয় জবাব দে প্রশাসন এই স্লোগান সহ আরো আরো অসংখ্য স্লোগানে মুখরিত ছিলো উক্ত মানববন্ধন! মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। তারা আরো বলেন, আপনারা যদি যথাযধথ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ধর্ষকদের বিচার করব ইনশাআল্লাহ! তারা আরো বলেন, যে নারীরা অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন। আরো বলেন যারা জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় চাকরি করছে তার পরিবারের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন! গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও সাধারণ শিক্ষার্থী তুলেন! ছাত্র প্রতিনিধিরা বলেন আমাদের সরকার জনগণের সরকার তাই সরকার আরো দায়িত্বশীল হওয়া উচিত সাধারণ জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব! তাই দ্রুত সকল ধর্ষক চাঁদাবাজ সন্ত্রাসী ডাকাত দের আইনের আওতায় আনা গুরুতর আহবান জানান, যদি তা না হয় তাহলে জনগণের দায়িত্ব তুলে নিতে বাধ্য হবেন! SHARES আন্দোলন বিষয়: